আবার মুশতারী শফি-শীলার নেতৃত্বে চট্টগ্রাম উদীচী

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ০৩:২২

জাগরণীয়া ডেস্ক

শহীদজায়া বেগম মুশতারী শফিকে সভাপতি ও অধ্যাপক শীলা দাশগুপ্তাকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন শেষে উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ ৪৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।

উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল ধর বলেন, "বিষয় নির্বাচনী কমিটি প্রস্তাবিত নতুন কমিটি নির্বাচনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভাপতি পদে শহীদজায়া বেগম মুশতারী শফি এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক শীলা দাশগুপ্তা পুনঃনির্বাচিত হয়েছেন”।

নতুন কমিটিতে নয় জন সহ-সভাপতি, তিনজন সহ-সম্পাদক ও একজন কোষাধ্যক্ষ আছেন।

নতুন কমিটির ১০ সম্পাদক হলেন- রশ্মি বড়ুয়া, অন্তরা দে, দীপা বিশ্বাস, জয়তি ঘোষ, এনায়েতুল্লাহ সানি, রমেন দাশগুপ্ত, অপর্ণা চৌধুরী, ইমন পাল চৌধুরী, সুপর্ণা দাশ ও বাবলা চৌধুরী।

এছাড়া পরবর্তী মেয়াদের জন্য উদীচীর জাতীয় পরিষদ সদস্য পদে জয় সেনকে।

সাংগঠনিক অধিবেশনে উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কঙ্কন নাগ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত