আপাতত

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১০

মুখটা বাঁধা আছে আপাতত 
হাতগুলোতে শেকল পরা
কলমের নিবটা কিছুটা ছন্নছাড়া 
হয়েছে কেবল, তবে সবটাই জেনো আপাতত।

এখনো বলার বাকী আছে অনেক
দূর নক্ষত্রবিথী থেকে ধেয়ে আসা কষ্টরা
ইতিহাসের অতল গহ্বর থেকে উঠে আসা সত্যরা 
আমার পথ আগলে দাঁড়িয়ে আছে
আমি ফিরিয়ে দিয়েছি তাদের
সত্যের দিক থেকে ফিরিয়ে নিয়েছি মুখ আপাতত।

মাসান্তে বাঁধা আয়ের প্রয়োজন যত 
তার সব ফুরায়ে গেলে, এই ছাপোষা আমিও 
একদিন ঠিক পেরে উঠবো এলিট কীটেদের সাথে।
আমার কলমের কালি শুষে নেয়া সুশীলেরা
কতোটা মুখোশ জড়াতে জানে দেখে নেবো তাও।
বাক-স্বাধীনতার মিথ্যা বাগাড়ম্বরটুকু মুখ বুজে 
সয়ে যাও মেয়ে, আপাতত।

একদিন এই মধ্যবিত্তের জীবনে সীমারেখা 
টেনে দিয়ে তোমার সঙ্গে আমার হবেই দেখা, 
হে বরেণ্য। জিতে গেলে তুমিই 
দানটা এবার, তবে ওই আপাততই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত