'নন্দিতার বেলাভূমি'
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:১১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2019/01/30/image-18077.jpg)
অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত হচ্ছে প্রগতিশীল সংস্কৃতি কর্মী সঙ্গীতা ইমাম এর দ্বিতীয় বই কিশোর উপন্যাস 'নন্দিতার বেলাভূমি'। বইটি প্রকাশ করছে পাঞ্জেরী প্রকাশনী (প্যাভিলিয়ন নং ১৭)।
বইটি সম্পর্কে সঙ্গীতা ইমাম বলেন, "সময়টা সম্পর্কের টানাপোড়েনের। সম্পর্কের এই টানাপোড়েনে পরিবারের মানুষেরা বিচ্ছিন্ন হয় আর এই বিচ্ছিন্নতার মাঝে পড়ে সন্তান। বাবা মায়ের দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে এমনি সাহসী এক কন্যার কথা নিয়েই উপন্যাসটি রচিত।"
উল্লেখ্য, অভিনেতা ও সংস্কৃতি কর্মী হাসান ইমাম এবং নৃত্যশিল্পী লায়লা হাসান এর কন্যা সঙ্গীতা ইমাম পেশায় একজন শিক্ষক। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম যেকোনো প্রগতিশীল আন্দোলনের একজন সার্বক্ষণিক যোদ্ধা। ছিলেন সময়ের সবচেয়ে আলোচিত গণজাগরণ মঞ্চ আন্দোলনের প্রথম সারিতে। অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হয় সঙ্গীতা ইমাম এর প্রথম বই শিশুতোষ গল্পগ্রন্থ 'আমাদের গল্প'।