'আমাদের গল্প'
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২০
অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হচ্ছে প্রগতিশীল সংস্কৃতি কর্মী সঙ্গীতা ইমাম এর প্রথম বই শিশুতোষ গল্পগ্রন্থ 'আমাদের গল্প'। বইটি প্রকাশ করছে পাঞ্জেরী প্রকাশনী (প্যাভিলিয়ন নং ৩)।
বইটি সম্পর্কে সঙ্গীতা ইমাম বলেন, শিশুরা আজ বেড়ে উঠছে বড়দের পৃথিবীতে। বড়দের চোখ রাঙানি আর 'না' এর সাথে মনঃকষ্টে মানিয়ে নিয়ে। বড়দের তৈরি নিয়ম অনেক ক্ষেত্রেই শিশুদের শেখায় স্বার্থপর অার অসৎ হতে, তা-ই মেনে বেশির ভাগ শিশু মন খারাপের বলয়ে বড় হয়। আমাদের জ্বালাও পোড়াও, আমাদের ভেদাভেদ, হিংসা, ধর্মান্ধতা, সংকীর্ণতা বাধাগ্রস্ত করে তাদের 'মানুষ' হওয়াকে। শিশুদেরকে স্বপ্নের এক পৃথিবী গড়ার স্বপ্ন দেখানোর প্রচেষ্টায় তাদের গল্প, 'আমাদের গল্প'।
উল্লেখ্য, অভিনেতা ও সংস্কৃতি কর্মী হাসান ইমাম এবং নৃত্যশিল্পী লায়লা হাসান এর কন্যা সঙ্গীতা ইমাম পেশায় একজন শিক্ষক। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম যেকোনো প্রগতিশীল আন্দোলনের একজন সার্বক্ষণিক যোদ্ধা। ছিলেন সময়ের সবচেয়ে আলোচিত গণজাগরণ মঞ্চ আন্দোলনের প্রথম সারিতে।