'আমাদের যা বলার বলবে এবার বাংলাদেশ'
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯
অমর একুশে বইমেলা ২০১৮তে প্রকাশিত হতে যাচ্ছে লীনা পারভীন এর রাজনৈতিক প্রবন্ধ বিষক বই 'আমাদের যা বলার বলবে এবার বাংলাদেশ'। বইটি প্রকাশ করছে শ্রাবণ প্রকাশনা।
বইটি সম্পর্কে লেখক লীনা পারভীন বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অকুতোভয় যেসব শহিদ বুকের রক্তে দেশ ও দেশের মানুষের জন্য ভালোবাসার অমর ভাষ্য রচনা করে গেছেন; তাঁদেরই না-বলা স্বপ্ন, চিন্তা, বোধের এক সরল ব্যক্তিক উপলব্ধির প্রকাশ এই গ্রন্থের প্রতিটি রচনা। রচনাগুলো ব্যক্তিক হলেও সার্বজনীন। আশা করছি পাঠক তার মনের অপ্রকাশিত কথাটিই খুঁজে পাবেন এ গ্রন্থের রচনার পরতে পরতে। বইটি সব ধরনের পাঠক কর্তৃক সমাদৃত হবে বলে আশা করি।
উল্লেখ্য, ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত লীনা পারভীন তার লেখনীতে ফুটিয়ে তোলেন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদাবোধ, অসম্প্রদায়িক ও বৈষম্যহীন দেশভাবনা, নারীর অধিকার, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সংগ্রামগাথার নানা মাত্রিকতা। সেই সঙ্গে সহজ সরলভাবে সমাজ-রাজনীতির নানা রকম অসংগতি, বৈষম্য, নেতিবাচক ধ্যান-ধারণার বিপরীতে চিরায়ত মানবিক মূল্যবোধ, প্রগতিশীল আধুনিক চিন্তার স্ফুরণ ঘটে তার লেখনীতে।