শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে
প্রকাশ : ১৫ জুন ২০১৭, ১৮:৫১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তানিয়া রহমানের প্রতি অশালীন ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে একই ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ সামাদের বিরুদ্ধে। তিনি ওই শিক্ষিকার প্রতি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় সম্বোধন করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের কাছে লিখিত অভিযোগপত্রও দিয়েছেন তানিয়া রহমান।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেন উপ-উপাচার্য। অভিযোগের বিষয়ে তানিয়া রহমান বলেন, ‘ইনস্টিটিউটের সি এন্ড ডি কমিটির সভা শেষে অধ্যাপক সামাদ আমাকে নানা ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। কোনো সংশ্লিষ্টতা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে তিনি অমার্জিত, অশালীন ও অশ্রাব্য শব্দ ব্যবহারসহ বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ সম্বলিত বাক্য উচ্চারণ করেন। তার এ ধরনের আচরণে আমি মানসিকভাবে বিপর্যস্ত, মর্মাহত ও ক্ষুব্ধ।’
ঘটনাস্থলে উপস্থিত সি অ্যান্ড ডি কমিটির এক সদস্য জানান, গত ১২ জুন সোমবার ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত সি এন্ড ডি কমিটির সভা ছিল সকাল দশটায়। অধ্যাপক মুহাম্মদ সামাদ তখনও না পৌঁছায় তার জন্য বিশ মিনিট অপেক্ষা করে সভা শুরু হয়। সভা শেষ হওয়ার পরে অধ্যাপক সামাদ এসে হাজির হন এবং পরিচালক অধ্যাপক তানিয়া রহমানের প্রতি ক্ষিপ্ত হয়ে কারণ জানতে চান। এ সময় তিনি পরিচালকের প্রতি মারমুখী ভঙ্গিতে তেড়ে যান। অধ্যাপক সামাদ পরিচালককে বলেন, ‘আরেফিন স্যারের (উপাচার্য) কথামতো তুমি এসব কর। তার কথামতো চল। তোমাকে দেখে নিব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। একটি সংঘবদ্ধভাবে আমার বিরুদ্ধে লেগেছে।’