দুই ছাত্রী ধর্ষণের মামলা

অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ

প্রকাশ : ১১ মে ২০১৭, ১৩:১৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীর একটি আবাসিক হোটেলে অস্ত্রের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। জন্মদিনের অনুষ্ঠানের নামে ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারের সন্তান সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ তাদের হোটেল কক্ষে ডেকে নিয়ে রাতে ধর্ষণ করে।

১০ মে (বুধবার) রাতে এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বনানী থানার পুলিশ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ৬ মে নিয়মিত মামলা নেয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি একটি মামলা করা হয়। এতে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ নামের পাঁচ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জন্মদিনের পার্টিতে দাওয়াত করে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে মারধর এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আসামিদের অপর তিনজন ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণ করে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত