মার্চে খুলনায় ৫ খুন, ১০ ধর্ষণ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৭, ১৮:২০
খুলনা মহানগর ও জেলার মার্চ মাসে ৫ খুন ও ১০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৯ এপ্রিল (রোববার) দুপুরে জেলা আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস-নাশকতা কমিটির মাসিক সভায় মহানগর ও জেলার ১৭টি থানায় বরাতে এ তথ্য জানানো হয়।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান।
সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত মার্চ মাসে ডাকাতি ১টি, চুরি ১০টি, খুন ১টি, অস্ত্র আইন ১টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ৩১টি, নারী ও শিশু পাচার ৩টি, মাদকদ্রব্য ১৮১টি এবং অন্যান্য ২৬টিসহ মোট ২৫৯টি মামলা দায়ের হয়েছে।
এর আগের মাস ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ১৬১টি।
এছাড়া জেলার নয়টি থানায় মার্চ মাসে ডাকাতি ২টি, রাহাজানি ১টি, চুরি ৩টি, খুন ৪টি, অস্ত্র আইনে ৩টি, ধর্ষণ ৬টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৩৪টি, নারী ও শিশু পাচার ৫টি ও মাদকদ্রব্য ১২৭টি এবং অন্যান্য আইনে ৮২টিসহ মোট ২৬৮টি মামলা দায়ের হয়েছে।
ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ১৭৮টি।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, উপ-পুলিশ কমিশনার (নর্থ), পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৠাব প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।