খুলনা-কলকাতা ট্রেন সার্ভিসের উদ্বোধন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:৫০

জাগরণীয়া ডেস্ক

উদ্বোধন হলো খুলনা-কলকাতা যাত্রীবাহী ট্রেন সার্ভিস। ৮ এপ্রিল (শনিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। বেনাপোল রেল স্টেশনে যাত্রীদের কাস্টম ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য নির্মাণ করা হয়েছে নতুন ভবন।

বেনাপোল পোর্ট থানা ওসি অপূর্ব হাসান জানান, উদ্বোধনের সময় বেনাপোলে রেলমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রীসহ একাধিক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ৭ এপ্রিল (শুক্রবার) সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বেনাপোল রেলস্টেশনের সকল কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, দুদেশের প্রধানমন্ত্রী খুলনা-কলকাতা মৈত্রী ট্রেন সার্ভিসের পরীক্ষমূলক উদ্বোধন করেন। এ ট্রেনে শুধু সরকারি কর্মকর্তারা ভ্রমণ করবেন। আগামি জুন মাসে বাণিজ্যিক চলাচল শুরু করবে।

উদ্বোধনের পরপরই আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২ কলকাতার উদ্দেশে খুলনা ছেড়েছে। সকাল ৮টা ১০ মিনিটে খুলনা স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ছাড়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, ব্রিটিশ আমলে খুলনা থেকে কলকাতা ট্রেন সার্ভিস ছিল। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর সেই ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায়। ৫২ বছর পর এ রুটে আবার ট্রেন চালু হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত