খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশ : ১৬ মার্চ ২০১৭, ১৬:০৭

জাগরণীয়া ডেস্ক

খুলনায় স্ত্রী হোসনে আরাকে (২০) হত্যার দায়ে স্বামী মো. শেখ মিরাজুল ওরফে আমানুল্লাহকে (২৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে শেখ মিরাজুলকে এ আদেশ দেন খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান।  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কাশবাড়িয়া এলাকার মো. ওয়াজেদ আলী শেখের ছেলে দণ্ডপ্রাপ্ত আসামি মহানগরীর নতুনবাজার এলাকার চর এলাকায় শেখ মিরাজুল পলাতক বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২৮ জানুয়ারি দুপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ হোসনে আরাকে তার স্বামী মিরাজুল শেখ শীল দিয়ে মাথায় আঘাত করেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের ভাই মো. নান্নু শিকদার বাদি হয়ে মিরাজুলের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি মিরাজুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত