মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ১৭:৪৮
জাগরণীয়া ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুরে ২য় শ্রেণির (৭) এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে মো. শাহাজান (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১৭ মার্চ (শুক্রবার) বিকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. শাহাজান ওরুপে জলি শাহাজান (৬৫) একই এলাকার বাদশা হাজীর ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সোলাইমান বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। রাত ২টার দিকে গোপন সংবাদ পেয়ে শাহাজানকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মার্চ (রবিবার) দুপুরে তাকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0Shares