দশমিনায় ট্রলার থেকে পানিতে পড়ে ছাত্রীর মৃত্যু
প্রকাশ : ০৭ মার্চ ২০১৭, ১০:৫৩
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/03/07/image-6493.jpg)
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার উত্তর রনগোপালদী সংলগ্ন নদীতে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে পড়ে অনামিকা (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
এসএসসি পরীক্ষার্থী অনামিকা দশমিনা উপজেলার অলীপুরার চাঁনমিয়ার মেয়ে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ মার্চ) রাতে বিয়ের যাত্রী হয়ে ট্রলারে ওঠার সময় অনামিকা ট্রলার থেকে নদীর পানিতে পড়ে যায়। পানিতে ডুবে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।