পটুয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৮:৩৩
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2016/10/06/image-2966.jpg)
পটুয়াখালীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম মিলি আক্তার (১৮)। মিলি ওই গ্রামের ফেরদাউস হাওলাদারের স্ত্রী।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চিনাবুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তারা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন এর বাসিন্দা।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, সকালে গাছে মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।