আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, পুড়লো ৮ ঘর
প্রকাশ : ০২ মার্চ ২০১৭, ১৬:২১
জাগরণীয়া ডেস্ক
সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে আটটি ঘর ও মালামাল পুড়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার সকালে কাইচাবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
আব্দুল হামিদ মিয়া বলেন, "খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ততক্ষণে আটটি টিনসেড ঘর ও মালামাল পুড়ে যায়।”
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি ।
বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
0Shares