ধর্মানুভূতিতে আঘাত
আবারও পেছালো খালেদার বিরুদ্ধে প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/02/19/image-6107.jpg)
‘ধর্মীয় উসকানি’ ও ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে গেছে। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ২৮ বার পেছালো।
রবিবার অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ তা দিতে ব্যর্থ হয়। পরে ঢাকার মহানগর হাকিম মাসুদ জামান আগামী ১৯ মার্চ নতুন দিন ধার্য করেন।
অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া।
বক্তৃতার এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরা এ জবর দখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।”
এ বক্তব্যের মাধ্যমে দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় খালেদার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
ওইদিনই শুনানি নিয়ে মামলাটি শাহবাগ থানার একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন আদালত।