রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে খালেদার নেতৃত্বে বিএনপি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৫:৫২
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রতিনিধি দলে থাকবেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিএনপির প্রতিনিধিদলের একটি তালিকা বঙ্গভবনে পাঠানো হয়েছে। দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ নামের তালিকা সম্বলিত মহাসচিবের চিঠি নিয়ে বঙ্গভবনে গেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী রবিবার বিকাল ৪টা ৩০ মিনিটে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন। সেক্ষেত্রে খালেদা জিয়ার নেতৃত্বে সম্ভাব্য ওই তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নাম থাকতে পারে।
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রথম দিন ১৮ ডিসেম্বর বঙ্গভবনে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।