নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার লিভ টু আপিল নিয়মিত বেঞ্চে

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৮:১৮

জাগরণীয়া ডেস্ক

নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর ঐ আপিল শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।

খালেদা জিয়ার এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি আজ এই আদেশ দেন।

গত বছরের ১৮ জুন নাইকো মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি বাতিল করে দেয় হাইকোর্ট। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গত বছর ৭ ডিসেম্বর লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া। এই লিভ টু আপিল শুনানির জন্য আজ চেম্বার আদালতে উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলি ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে উপস্থিত ছিলেন খুর্শিদ আলম খান।

শুনানি শেষে চেম্বার বিচারপতি লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত