রায়গঞ্জে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ইট বোঝাই ট্রলির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রাশিদা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।
৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে ধানগড়া-ব্রহ্মগাছা আঞ্চলিক সড়কের সুবর্ণগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদা খাতুন উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। আহত শিশু (২) তাদের সন্তান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাশিদা তার শিশু সন্তানকে নিয়ে ব্রহ্মগাছা থেকে অটোরিকশাযোগে পূর্ব লক্ষীকোলা নিজ বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি সূবর্ণগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ছোট একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রাশিদা ও তার শিশু সন্তান আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রাশিদা মারা যান।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চালক আবু মুসাকে ট্রলিসহ আটক করা হয়।