মিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:২১

জাগরণীয়া ডেস্ক

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার এহতেশামুল হক ভোলার জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

৩১ জানুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহে নূর এই আদেশ দিয়েছেন।

মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারের পর ভোলাকে মিতু হত্যা মামলায় দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মামলায় ভোলা জামিন চেয়েছিল। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। 

এহতেশামুল হক ভোলাকে গত বছরের ২৭ জুন গ্রেপ্তার করেছিল পুলিশ। পরদিন ভোলাকে মিতু হত্যা মামলায় আদালতের নির্দেশে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।

ভোলার স্বীকারোক্তি মতে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছিল মনির নামে এক রিকশাচালকের জিম্মা থেকে। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলার বিচার চলছে।

গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত