ভারতে নিয়ে মা ও মেয়েকে বিক্রি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৬:৪২

জাগরণীয়া ডেস্ক

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যশোর থেকে মা ও মেয়েকে ভারতে পাচার ও পতিতালয়ে বিক্রির ঘটনা ঘটেছে। ঘটনায় মানবাধিকার সংগঠন রাইটস তাদের উদ্ধারের জন্য মাঠে নামলেও ভারতের কোথায় রাখা হয়েছে তা জানতে না পারায় উদ্ধার কাজ পিছিয়ে যাচ্ছে।

জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের আসাদ হাওলাদার ও তার স্ত্রী মৌসুমী বেগমের ওই গ্রামের আইয়ুব আলীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। আসাদ হাওলাদার তাদের ভারতে নিয়ে ভাল কাজ দেয়ার কথা প্রস্তাব দিলে ২০১৫ সালের ১৪ আগস্ট বাড়ি ছাড়ে আইয়ুব আলীর স্ত্রী ও কন্যা।

এরপর ভারত থেকে ফোনে ওই চক্রের মাধ্যমে পাচার হওয়া কয়েকজন ঘটনার কথা ফাঁস করায় আসাদ হাওলাদারের স্ত্রী মৌসুমীকে আটক করেছে পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত