নাসিকে ৩২০, জেলা পরিষদে ৩২২৫ পর্যবেক্ষক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৬, ১২:৫৯

জাগরণীয়া ডেস্ক

এবার নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন দেখতে ১৬টি সংস্থার ৩২০ জনকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই পর্যবেক্ষকদের মধ‌্যে ৩১৮ জন দেশি, দুইজন বিদেশি। 

যেসব সংস্থার হয়ে দেশি পর্যবেক্ষকরা ভোট দেখবেন সেগুলো হচ্ছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, ডেমোক্রেসিওয়াচ, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ব্রতী, কোস্ট ট্রাস্ট ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ‌্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি, হোস্টেড রিসোর্স ডেভেলপমেন্ট অ‌্যাসোসিয়েটস, ইনোভেশন ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, পলিসি রিসার্চ স্টাডিজ ফাউন্ডেশন, খান ফাউন্ডেশন, সোসাইটি ফর রুরাল বেসিক নিড, বাংলাদেশ মানবাধিকার সংস্থা ও ফেমা।

নারায়ণগঞ্জে এবারই প্রথম দলভিত্তিক সিটি নির্বাচন হচ্ছে। মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর প্রথমবারের মত দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচনে তিন হাজার ২২৫ জন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আসক ফাউন্ডেশনের আড়াই হাজার এবং জানিপপের তিন শতাধিক পর্যবেক্ষক থাকবেন। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, পর্যবেক্ষকরা প্রতি দলে সর্বোচ্চ পাঁচজন করে ভোট কেন্দ্র দেখার সুযোগ পাবেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত