প্রায় ২ মাস শেষে খাদিজা সিআরপি’তে

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ১২:৫৮

জাগরণীয়া ডেস্ক

প্রায় দুই মাস চিকিৎসা শেষে রিহ্যাব ফিজিওথেরাপি দেওয়ার জন্য সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এ স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপিতে নেওয়া হয়।

খাদিজার চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপি করানো উচিত বলে মেডিক্যাল বোর্ড পরামর্শ দিয়েছিল। সে কারণেই সকালে খাদিজাকে সিআরপিতে পাঠানো হয়েছে।

স্কয়ার হাসপাতাল ছাড়ার আগে খাদিজা বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। যেন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারি। আর আমার জন্য আপনারা যে কষ্ট করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতির কোপে আহত হন খাদিজা। মরণাপন্ন তরুণীতে তাৎক্ষণিক নেওয়া হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন ভোরে তাকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেই দিনই তার মাথায় এক দফা অস্ত্রোপচার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত