প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, শিক্ষক আটক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৬, ১১:৩২

জাগরণীয়া ডেস্ক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সিরাজগঞ্জে বেলকুচি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল ওয়াদুদকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

ওই প্রভাষককে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আব্দুল ওয়াদুদ কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।  

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বেলকুচি ডিগ্রি কলেজের ছাত্রলীগের ক’জন নেতাকর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ রয়েছে। কলেজের ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক নয়ন ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে রাতেই তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, সরকার সম্পর্কে বিরূপ মন্তব্য করায় কতিপয় ছাত্রলীগ নেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত