যাত্রাবাড়ীতে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৫
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কয়েল কারখানায় হঠাৎ বৃহৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে মাতুয়াইলের ওই কারখানায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস থেকে জানা যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিক আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে কারো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ওই কারখানার নাম বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি আতিকুল আলম।