যাত্রাবাড়ীতে গৃহবধূকে হত্যা
প্রকাশ : ১৫ মে ২০১৬, ২০:৪০
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিথী আক্তার ( ১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঐ গৃহবধূর পরিবারের সদস্যদের দাবি তাকে তার স্বামী জুয়েল হত্যা করেছে।
জানাগেছে, রবিবার ভোর ৬টার দিকে বিথীকে অচেতন অবস্থায় তার স্বামী জুয়েল আহেম্মদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঢামেক হাসপাতালে আসেন মা মুন্নি বেগম। তিনি বলেন, আমার মেয়ে অন্তঃসত্তা ছিলো। ওর স্বাভাবিক মৃত্যু হয়নি, জুয়েল বিথীকে হত্যা করেছে।
এ প্রসঙ্গে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, বিথীর মুখ থেকে হালকা রক্ত বের হয়েছে। বাম গাল একটু ফোলা ছিলো। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।