থাইল্যান্ডের ছাত্রীহোস্টেলে অগ্নিকাণ্ড: নিহত ১৭

প্রকাশ : ২৩ মে ২০১৬, ১১:১১

জাগরণীয়া ডেস্ক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের প্রদেশ চিয়াং রাইয়ের একটি আবাসিক স্কুলের ছাত্রীহোস্টেলে অগ্নিকাণ্ডে ১৭ জন ছাত্রী নিহত হয়েছে। এদের সবার বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত ও নিখোঁজ রয়েছে ২ জন ছাত্রী। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো জানাতে পারেনি তদন্তকারীরা। 

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ক্যাপটেন কিচর্নসাক পংহিট বলেন, রবিবার (২২ মে) স্থানীয় সময় রাত ১১টার দিকে বেসরকারি পিতাকিয়াটুইত্তায়া ক্রিশ্চিয়ান এলিমেন্টারি স্কুলে এ আগুন লাগে। এ সময় স্কুলের হোস্টেলে ৩৮ জন শিশু ঘুমাচ্ছিল। 

পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, আগুন লাগার এই ঘটনার তদন্ত চলছে।

ফেসবুক বার্তায় একটি ছবি পোস্ট করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণে আগামী শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। স্কুলটিতে পাহাড়ি উপজাতিদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়ে থাকে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চাইয়ঙ্গ রেই-এ দুইতলা ওই ভবনটিতে লাগা আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

চাইয়ঙ্গ রেই-এর ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, “কিছু শিক্ষার্থী তখনও জেগে ছিল। এ কারণে তারা সেখান থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু অন্যরা ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। এ কারণেই উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।”

স্কুলের ব্যবস্থাপক রেওয়াত ওসানা সিএনএনকে বলেন, ‘এখানে খুব শোরগোল চলছে। আমরা মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছি। বাবা-মায়ের কেউ এখনো মৃতদেহ শনাক্ত করেননি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত