তনু হত্যা: তদন্ত কর্মকর্তা পরিবর্তন
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১২:৩৯
আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিআইডির কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “অসুস্থতার কারণে তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইবরাহীম কয়েকদিন আগে তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সিআইডি সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদকে নতুন দায়িত্ব দেওয়া হয়।”
বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার জানান, নতুন দায়িত্বে আসার পর এসএসপি জালাল উদ্দিন আহমেদ তনুর পরিবারের সঙ্গে দেখা করেছেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে নির্মমভাবে খুন হন সেনানিবাস বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু। ঘটনার পর প্রাথমিকভাবে পুলিশ ধর্ষণের পর হত্যার কথা বললেও ১ম ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়। এরপর কবর থেকে লাশ তুলে ২য়বার ময়নাতদন্ত করা হয় যেখানে ধর্ষণের কথা বলা না হলেও 'সেক্সুয়াল ইন্টারকোর্স' হয়েছে বলে বলা হয়।
এই ঘটনায় সারাদেশে বিক্ষোভ গড়ে উঠে। মেয়ের হত্যাকাণ্ডের পর নানারকম চাপ ও হুমকির কথা বলেছেন তনুর বাবা মা।