ট্রাফিক সপ্তাহ চলবে ১৪ আগস্ট পর্যন্ত
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৫:২৬
ইতিবাচক ফল বয়ে আনায় এবং সড়কে যানবাহন চলাচলে অনেকটা অগ্রগতি হওয়ায়, ট্রাফিক সপ্তাহের সময়সীমা ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে- জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
১১ আগস্ট ( শনিবার) ডিএমপির মিডিয়া সেন্টারেট্রাফিক আইন সংক্রান্ত বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, চলমান এই ট্রাফিক সপ্তাহে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইনে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ভিআইপি থেকে সাধারণ জনতা কেউ আইনের আওতার বাইরে নয়। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও বেগবান করার জন্য ট্রাফিক সপ্তাহের সময়সীমা বাড়ানো হয়েছে। ট্রাফিক সপ্তাহ শেষ হয়ে গেলেও পুলিশ এই কার্যক্রম সারা বছরই দেখভাল করবে।
চলমান ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিন শেষে সারাদেশে মোট ১ লাখ ৩৪ হাজার ২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সারাদেশে ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এর আগে গত ৫ আগস্ট রাজধানীর গুলিস্তানে সাত দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ১১ আগস্ট (শনিবার) ট্রাফিক সপ্তাহের শেষ দিন ছিল। তবে আজ তা ৩দিন বর্ধিত করা হয়।