ট্রাফিক সপ্তাহ চলছে

​চতুর্থ দিনে ৭৭ হাজার যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৩:০৬

জাগরণীয়া ডেস্ক

চলমান ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিন শেষে সারাদেশে ৭৬ হাজার ৮৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং ২২ হাজার ৩৯৮ চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশ থেকে ফিটনেসবিহীন ২ হাজার ৩৭০টি গাড়ি আটক করা হয়েছে। সারাদেশে ৭৬ হাজার ৮৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৬৪৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সারাদেশে ২২ হাজার ৩৯৮ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। 

শুধুমাত্র রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬০৭টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৭৯টি মোটরসাইকেল। এর মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৮৪টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৮টি ও মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক হাজার ৩৫৭টি, ফিটনেস না থাকার কারণে ১৭৪টি গাড়ি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৪৪৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

৮ আগস্ট (বুধবার) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত