সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১৩:০০
জাগরণীয়া ডেস্ক
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।
৬ আগস্ট (সোমবার) কামারখন্দ উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, বিকেলে রেললাইনের পাশে এক নারীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।