করতোয়া নদীর চর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৭:১৫
জাগরণীয়া ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া নদীর চর থেকে আমিনা খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমিনা উপজেলার চক গোবিন্দপুর গ্রামের হাসান আলীর মেয়ে ও একই গ্রামের শাহীন শেখের স্ত্রী।
গত ১১ জুন (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, পাঙ্গাসী ব্রিজের উত্তর পাশে করতোয়া নদীর একটি চরে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।