৫ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১৪:৫২
জাগরণীয়া ডেস্ক
আগামী ৫ আগস্ট হতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ৫ আগস্ট সকাল থেকে রাজধানীর বিভিন্ন কাউন্টারে ঈদের টিকিট দেওয়া হবে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য মো. সালাউদ্দিন জানান, আগামী ৫ আগস্ট থেকে বেসরকারি বাসের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বাসের আসন ফাঁকা থাকা পর্যন্ত প্রত্যেক বাস কাউন্টারেই পাওয়া যাবে এই অগ্রিম টিকিট।
অন্যদিকে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে।