দেশের সিনেমা হলগুলোতে চালু হচ্ছে ই-টিকিটিং

প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৭:৪১

জাগরণীয়া ডেস্ক

সিনেমা হলগুলোকে আধুনিকায়নের পাশাপাশি খুব শীঘই চালু করা হচ্ছে ই-টিকিটিং ব্যবস্থা।

গত ১৬ মে (বুধবার) ‘অফিসার রিটার্নস’ সিনেমার মহরতে এই কথা জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিতে ডিজিটাল হবে ৭ টি সিনেমা হল। এছাড়াও তালিকায় আছে অর্ধশতাধিক হল। দেশের সিনেমা হলগুলোর উন্নয়ন এবং ই-টিকিটিং ব্যবস্থার জন্য সরকার থেকে বরাদ্দ হিসেবে আসছে ৫০ কোটি টাকা।

একই অনুষ্ঠানে ই-টিকিটিং ব্যবস্থার সুবিধা প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, এই ব্যবস্থা চালু হলে কোন সিনেমা হলে কত টাকার টিকিট বিক্রি হলো সেটা যে কেউ ওই হলের ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই জানা যাবে। প্রযোজকদের আর ফাঁকি দেয়া যাবে না। ধীরে ধীরে সারাদেশের হলগুলোই ডিজিটাল সিস্টেমের আওতায় আসবে।

তিনি অভিযোগ করে বলেন, একজন নির্মাতা চাইলেই তার সিনেমাকে ইচ্ছেমতো হলে মুক্তি দিতে পারেন না। কতিপয় ব্যক্তির নিকট কুক্ষিগত হয়ে আছে বাংলাদেশের সিনেমা হলগুলো।  আর হলে সিনেমা গেলেও নানা দুর্নীতির কারণে মুখে প্রযোজক প্রাপ্য টাকা ফেরত পান না।  সেই সমস্যার অনেকটাই কেটে যাবে।

‘অফিসার রিটার্নস’ ছবির প্রযোজক আব্দুল বাছেত, নির্মাতা বন্ধন বিশ্বাস, নায়ক নিরব, নায়িকা জলি, অভিনেতা শিমুল খানসহ আরও অনেকেই এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত