কসবা থেকে ১৭ রোহিঙ্গা আটক

প্রকাশ : ০৭ জুন ২০১৮, ২১:৩৩

জাগরণীয়া ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। 

আটকরা হলেন-  মিনারা বেগম (২১), মো. ইমরান (৮), মোছাম্মৎ আছমা (৪), আমান উল্লাহ্ (২৭), আছিয়া বেগম (২৩), আলী আহসান (৬০), জানোয়ারা বেগম (২৫), মো. জুবায়ের (২০), জুবায়ের হোসেন (১২), কুলা মিয়া (৭০), নূর মোহাম্মদ (২৮), খোরশিদা বেগম (২০), আঞ্জুমান খাতুন (৬০), মো. রফিক (১২), সোনা বেগম (৬০), মোছাম্মৎ নূরজাহান (৪৫) ও মো. জুবায়ের (৭)। তারা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সালদানদী বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা উপজেলার নয়নপুর বাজার থেকে  তাদের আটক করে। বিকেলে তাদেরকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে ভারত থেকে অবৈধ পথে কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে। পরে বিকেলে তাদেরকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেলের) আবদুল করিম বলেন, আটকদের আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত