রোহিঙ্গাদের বক্তব্য সরাসরি শুনতে আগ্রহী: ক্রিস্টিন বার্গেনার

প্রকাশ : ২২ মে ২০১৮, ১৩:৩৯

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর বক্তব্য আমি সরাসরি শুনতে আগ্রহী-জানালেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মিজ ক্রিস্টিন শ্রেনার বার্গেনার।

২১ মে (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মিজ ক্রিস্টিন শ্রেনার বার্গেনার এ আগ্রহ প্রকাশ করেন।

নিউইয়র্ক থেকে পাঠানো এক বার্তা থেকে এ তথ্য জানা যায়। 

বিবৃতিতে বলা হয়, বার্গেনার আশা প্রকাশ করেন, বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল সদস্য দেশের সহযোগিতায় তার উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনে তিনি সক্ষম হবেন। এসময় তিনি জুন মাসে মিয়ানমার সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। রোহিঙ্গা নাগরিকদের উদারতার সাথে মানবিক আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রসংশা করেন বার্গেনার।

জবাবে রাষ্ট্রদূত মাসুদ জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের দায়িত্ব গ্রহণের জন্য মিস ক্রিস্টিনকে অভিনন্দন জানান এবং দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ নভেম্বর মিয়ানমারের পরিস্থিতির উপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয় যাতে রাখাইন প্রদেশে অনতিবিলম্বে সহিংসতা বন্ধ, সকলের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের বিষয়সহ জাতিসংঘ মহাসচিবের একজন বিশেষ দূত নিয়োগের অনুমোদন দেওয়া হয়। 

তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটে পাশকৃত এই প্রস্তাব পরবর্তীতে ডিসেম্বর মাসের ২৪ তারিখে ৭২তম সাধারণ পরিষদের প্লেনারিতে পুনরায় উন্মুক্ত ভোটে পাশ হয়ে চূড়ান্তভাবে গৃহীত হয়। সে মোতাবেক জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ নিবিড় যাচাই-বাছাই প্রত্রিয়ার মাধ্যমে ক্রিস্টিন শ্রেনার বার্গেনারকে তার  বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ক্রিস্টিন শ্রেনার বার্গেনার সুইজারল্যান্ডের একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে জার্মানী ও থাইল্যান্ডে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত