নরসিংদীতে ৪ রোহিঙ্গা নারী উদ্ধার
প্রকাশ : ০১ জুন ২০১৮, ১১:৪০
জাগরণীয়া ডেস্ক
নরসিংদীতে চার রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া রোহিঙ্গা নারীরা হলেন- রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা হামিদুল্লার মেয়ে নূর বিবি (১৪), মো. মামু সুলতানের মেয়ে রাশিদা আক্তার (১৬), মোহাম্মদের মেয়ে আনোয়ারা বেগম (১৭) সলিমউল্লার মেয়ে আমেনা বেগম (২৩)।
গত ৩০ মে (বুধবার) শহরের দগরিয়া এলাকায় নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নরসিংদীর ঠিকানা দিয়ে ঐ চার রোহিঙ্গা নারীরা পাসপোর্ট করতে চেয়েছিলেন। এর মধ্যে একজনের ফাইল শেষ হলেও বাকি ৩ জনের ফাইলের কাজ চলছিল। খবর পেয়ে পুলিশ নরসিংদী পাসপোর্ট অফিসে অভিযান চালায় এবং ঐ চার রোহিঙ্গা নারীকে উদ্ধার করে।
সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক তাপস কুমার রায় বলেন, উদ্ধার হওয়া নারীদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।