কাকরাইলে মা-ছেলেকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৬ জুলাই
প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৪:২৯
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর কাকরাইলে মা ছেলেকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ১৬ জুলাই ধার্য করেছেন আদালত।
৪ জুন (সোমবার) মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খোরশীদ আলমের আদালত নতুন তারিখ ধার্য করেন। রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান এই তথ্য জানান।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে মা শামসুন্নাহার (৪৫) ও ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনা ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন।