মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১১:৪০
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মেয়ে ও মায়ের নিহত হবার ঘটনায় মেয়েকে হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। ৩ জুন (রবিবার) ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ঘুঘুমারি গ্রামের নাদিয়া বেগম (২৫) ও তার মেয়ে তানজিলা (২)।
স্বজনদের বরাত দিয়ে সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ১২ বছর বয়সে নাদিয়ার বিয়ে হয়। স্বামী তারাজুল ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের দুই সন্তান। রবিবার বিকালে তিনি তার শাশুড়ি ফুলেরা বেগমকে বলেন তার আরেক শিশুকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসার জন্য। শাশুড়ি অন্য শিশুটিকে নিয়ে বাইরে চলে গেলে নাদিয়া তার দুই বছরের মেয়ে তানজিলাকে গলা টিপে হত্যা করেন। পরে তিনি নিজেও গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাবের সংসার এবং মানসিক সমস্যার কারণে নাদিয়া আত্মহত্যা করেছেন।”
নাদিয়ার শাশুড়ি ফুলেরা বেগম বলেন, “গরীব হলেও আমার সংসারে কোনো অভাব নেই। ছেলের বউ ও দুই নাতি-নাতনিকে নিয়ে ভালোভাবেই দিন চলে যাচ্ছিল। কেন এটা হলো বুঝলাম না।”
ময়নাতদন্তের জন্য লাশ আজ ৪ জুন (সোমবার) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।