ছাত্রীকে ইভটিজিং, যুবককে গণধোলাই
প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৪:১৭
বাসা থেকে বের হয়ে কোচিংয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে আকাশ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। ৪ জুন (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার ধনিরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ইভটিজার আকাশের বাসা ধনিরপুল এলাকায়। পরে ক্ষমা চেয়ে মুক্তিপায় ওই যুবক।
মো. হোসাইন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী চকবাজার এলাকার একটি কোচিং সেন্টারে যাচ্ছিলো। পথিমধ্যে আকাশ নামে ওই যুবক তাকে নানা অশ্লীল কথাবার্তা ও ইঙ্গিতপূর্ণ আচরণ করছিল। ছাত্রীটি এসময় ধনিরপুলের এক দোকানদারকে বিষয়টি বললে ওই যুবককে ধরে ফেলে। পরে আরও কয়েকজন পথচারী এসে ইভটিজারকে গণধোলাই দেয়।
তিনি জানান, কিছুক্ষণ পর ছাত্রীর মা ও দাদী আসলে ওই ইভটিজার তাদের কাছে পায়ে ধরে ক্ষমা চায় এবং আর এমন কাজ করবে না বলে জানায়। পরে তাকে ছেড়ে দেয়া হয়।