সৌদি থেকে ফিরছেন আরো ৩০ নির্যাতিত নারী কর্মী
প্রকাশ : ০৩ জুন ২০১৮, ২০:৪০
জাগরণীয়া ডেস্ক
সৌদি আরবে নির্যাতিত হয়ে দেশে ফিরছেন আরো ৩০ নির্যাতিত নারী কর্মী।
৩ জুন (রবিবার) রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা রয়েছে। রিয়াদের বাংলাদেশি দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অয়েজ আনার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় এই নারী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে।
ফিরে আসা এসব নির্যাতিত নারীরা জানান, সৌদি আরবে প্রতিনিয়ত তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে। বিভিন্ন বাসায় আটকে রেখে ইলেকট্রিক শক দেয়ার পাশাপাশি রড গরম করে ছ্যাঁকা পর্যন্ত দেয়া হয়। ঠিকভাবে খাবার ও পানি দিত না।
এদের একজন দিনাজপুরের সাথী (ছদ্মনাম) বলেন, আমার পাসপোর্টসহ সব দিয়ে এসেছি সৌদিতে। মালিকের নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রথমে পালিয়ে বাংলাদেশের দূতাবাসে যাই। এরপর দূতাবাস থেকে ট্রাভেল পাস দিয়ে দেশে আসি।