নির্যাতিত ৫ নারী শ্রমিক সৌদি থেকে ফিরলেন

প্রকাশ : ১৯ মে ২০১৮, ১২:৫৭

জাগরণীয়া ডেস্ক

নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে ৫ নারী গৃহশ্রমিক দেশে ফিরেছেন।  

১৮ মে (শুক্রবার) রাত ১১টায় তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের EK584 নম্বর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সাংবাদিক ও হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি এ তথ্য জানান। এদের সবাইকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।

ফিরে আসা নারী শ্রমিকরা জানান, মূলত গৃহকর্মী হিসেবে তাদের পাঠানো হলেও তাদেরকে চাপ প্রয়োগ করে বিভিন্ন অনৈতিক কাজ করানো হতো। আর তা করতে অস্বীকার করলে, তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। এমনকি ঘরের মধ্যে আটকেও রাখা হতো দিনের পর দিন। একপর্যায়ে অসুস্থ হয়ে তারা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে অভিযোগ করেন। এরপর তাদের দাম্মামের খোবার এলাকার একটি ক্যাম্পে স্থানান্তর করে বাংলাদেশ দূতাবাস। অতঃপর দূতাবাসের নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ঐ নির্যাতিত নারীরা।

এর আগে, বৃহস্পতিবার রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) সারওয়ার আলম জানিয়েছিলেন, তাদের ক্যাম্পে থাকা ৯ নারীকেই তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত