প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৮, ২২:৫১
জাগরণীয়া ডেস্ক
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন।
৬ এপ্রিল (শুক্রবার) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে দেয়া টেলিফোনে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের আবাসন ও নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আমন্ত্রণ জানিয়েছেন।
0Shares