হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৮, ২০:০৬
বৈদ্যুতিক তার জড়িয়ে থাকা গাছে হাত দিয়ে হাফিজা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১ এপ্রিল (রবিবার) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজা ঐ গ্রামের আব্দুল মালেকের মেয়ে। এ ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মালেক।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে পার্শ্ববর্তী একটি মাঠে খেলা করার সময় বৈদ্যুতিক তার জড়িয়ে থাকা একটি গাছে হাত দিলে সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয় হাফিজা। এসময় হাফিজাকে বাঁচাতে এগিয়ে এসে তাকে স্পর্শ করায় আহত হন বাবা মালেকও। এসময় দুজনকেই গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক হাফিজাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন মালেক।
এ ব্যাপারে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম অরূপ কুমার দাশ বলেন, এ ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।