নেতাকর্মীদের ভিড়ে এগোতে পারছে না খালেদার গাড়িবহর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৬
জাগরণীয়া ডেস্ক
নেতাকর্মীদের ভিড়ে রায় শুনতে বকশীবাজারের বিশেষ আদালতের পথে ধীরগতিতে এগুচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওয়ানা হয়ে সাত রাস্তা মোড় এলাকায় এসে বিএনপি নেতাকর্মীদের ঘেরাওয়ের মধ্যে পড়েছে খালেদা জিয়ার গাড়ি বহর। কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও আটকানো যায়নি নেতাকর্মীদের ঢল।
আধাঘণ্টায় তেজগাঁও সাত রাস্তা এসে পৌঁছালে হঠাৎ জড়ো হন কয়েকশ নেতাকর্মী। তারা খালেদার গাড়ির সামনে-পেছনে-চারপাশে ঘিরে ফেলেন।
নেতাকর্মীরা মিছিল-স্লোগানসহকারে খালেদার গাড়ি বহর আদালতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে হাতিরঝিল ক্রসিং পার হওয়ার সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।