রাজধানীতে আবারও গণধর্ষণের শিকার নারী

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:১৬

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর ডেমরায় ৩২বছরের এক বিধবা নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

২৬ জানুয়ারী (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। রাত ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার নারীর খালাত ভাই জানায়, তারা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকে। ওই এলাকায় তাদের একটি টেইলার্সের দোকান আছে।

রাত সাড়ে ৮টার দিকে ঐ নারীর পুর্ব পরিচিত হেলালসহ চারজন তার বাসায় আসে। পরে হেলালসহ চারজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত