তরুণীকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৭ জুলাই ২০১৭, ১৯:০২
ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে জাহাঙ্গীর হাওলাদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পলাতক জাহাঙ্গীর রাজাপুর উপজেলার চরইন্দ্রপাশা গ্রামের প্রয়াত মনসুর হাওলাদারের ছেলে।
২৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি (এপিপি) এম আলম খান কামাল জানান, একইসঙ্গে জাহাঙ্গীর হাওলাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।
তিনি জানান, রাজাপুর উপজেলার বদরপুর গ্রামের প্রয়াত তাশেমউদ্দিন হাওলাদারের মেয়ে গার্মেন্টকর্মী আঁখি বেগমকে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে জাহাঙ্গীর। ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে আঁখিকে রাজাপুরে এনে ধর্ষণের পর হত্যা করে জাহাঙ্গীর। পরদিন সকালে পুলিশ জাহাঙ্গীরের বাড়ির কাছের একটি ধানক্ষেত থেকে আঁখির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিন নিহতের মা রসোনা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা করেন।