সাগরের গভীরে অদ্ভুত শব্দ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৬, ১৫:১১
সাগরের গভীর থেকে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ। গত কয়েক মাস ধরে কানাডার তীরবর্তী অঞ্চলে আর্টিক সাগরের গভীর থেকে শোনা যাচ্ছে এই শব্দ।
জাহাজ, নৌকা বা যে কোনো ধরনের সামুদ্রিক যান ওই অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় ওই শব্দ শোনা গেছে বলে জানা গেছে। শব্দটি অনেকটা ‘বিপ’ শব্দের মতো শোনায়।
শব্দটির উৎস সম্পর্কে তথ্য বের করার দায়িত্ব দেয়া হয়েছে কানাডার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের একটি প্রতিনিধি দলকে। ওই প্রতিনিধি দল পরীক্ষা চালাচ্ছে শব্দটি নিয়ে। পরীক্ষায় একাধিক তত্ত্ব উঠে এলেও সেখানে শব্দের উৎস সম্পর্কে তেমন পরিষ্কার কোন তথ্য মিলেনি।
তবে তার মধ্যে একটি তত্ত্ব অনুযায়ী, কানাডা উপকূল সংলগ্ন একটি কয়লা খনির পক্ষ থেকে মাটি পরীক্ষার জন্য কিছুদিন আগে স্বর্ণের সার্ভে করা হয়। যদিও সেই সংস্থার পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে।
আরেকটি তত্ত্ব অনুসারে, গ্রিনপিস নামে একটি সংস্থা শিকারের উদ্দেশ্যে ইচ্ছা করে এই শব্দের সৃষ্টি করছে। যেন বন্যপ্রাণীরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত গবেষকরা নিশ্চিত হতে পারেননি শব্দের মূল উৎস সম্পর্কে।