শাবিপ্রবিতে চলছে ধর্মঘট

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৫:০০

জাগরণীয়া ডেস্ক

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে ৫ আগস্ট (রবিবার) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন তারা। 

এসময় শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে স্লোগান দেন ‘পদ্মা-মেঘনা-যমুনা, মরদেহের মিছিল আর না’, ‘আমার ভাই নিহত কেন, প্রশাসন জবাব চাই’। প্রক্টরিয়াল কমিটির সদস্যরা এসে অনুরোধ করলেও শিক্ষার্থীরা এসময় প্রধান ফটক খুলে দিতে রাজি হননি। পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আন্দোলনে সমর্থন দিয়ে বক্তব্য দেন। এসময় অন্য নেতাকর্মীরাও সমর্থন দিয়ে স্লোগান দেন। 

তবে এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, আন্দোলনে সমর্থন আছে কিন্তু আন্দোলনের নামে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি মেনে নেওয়া হবে না। 

এদিকে ধর্মঘটের কারণে ক্যাম্পাসে সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং বাস চলাচল বন্ধ রয়েছে। 

এর আগে ৪ আগস্ট (শনিবার) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ফটকে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত