ভয়ঙ্কর ১০ সমরাস্ত্র আসছে ভারতের হাতে (ভিডিও)
প্রকাশ : ০৩ জুলাই ২০১৭, ১৭:৪৯
একদিন চিন অন্যদিকে পাকিস্তান। সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। চিরশত্রু দুই দেশকে সামলাতে ক্রমশ নিজেকে শক্তিশালী করতে হচ্ছে ভারতকে। সেনা-জওয়ানদের নিরিখে তো বটেই, সমরাস্ত্রেও নিজের শক্তিশালী করতে হচ্ছে ভারতকে। আর তাই রাশিয়া-ফ্রান্স-ইজরায়েল এবং আমেরিকা সহ একাধিক দেশের কাছ থেকে অত্যাধুনিক একের পর এক সমরাস্ত্র কিনে চলেছে ভারত। তবে, বিদেশের থেকে দেশীয় প্রযুক্তির সাহায্যে আধুনিক সমরাস্ত্র তৈরি করতে বেশি জোর দেওয়া হচ্ছে।
টাটা, রিলায়েন্সের মতো সংস্থাকে ডিফেন্সে এগিয়ে আসার আহ্বান ইতিমধ্যে জানানো হয়েছে। সেই মতো দেশের একাধিক বিষয়ে টাটা ডিফেন্স, রিলায়েন্স সহ আরও বেশ কয়েকটি সংস্থা কাজ শুরু করেছে। বিদেশি সমরাস্ত্র তৈরির কারখানার সঙ্গে জোট বেঁধে যাতে দেশীয় সংস্থা আরও আধুনিক যুদ্ধের উপযোগী জিনিসপত্র বানাতে পারে সেজন্যে কেন্দ্রীয় সরকারের তরফে চেষ্টা চালানো হচ্ছে।