চীনে পাহাড়ধস, নিখোঁজ শতাধিক
প্রকাশ : ২৪ জুন ২০১৭, ১৬:৩৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে পাহাড়ধসে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদের সবাই মাটি বা পাহাড়চাপায় নিহত হয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।
২৪ জুন (শনিবার) সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বিবিসিএ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সিচুয়ান প্রদেশে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে মোয়াক্সিয়ান কাউন্টির সিনমো গ্রামের অন্তত ৪০টি বাড়ি চাপা পড়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থা। চাপা পড়া ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
দেশটির একটি সংবাদপত্রের টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, বড় ধরনের ধস হয়েছে। ধসের মাটি বুলডোজার দিয়ে সরানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, পাহাড়ধসে একটি নদীর অন্তর দুই কিলোমিটার প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।